২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
পরশুরামে রাইস ট্রান্সপ্লান্টার’র  মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন
  • Updated Jan 03 2024
  • / 450 Read

 

 

 

পরশুরাম প্রতিনিধি;
পরশুরাম উপজেলায় হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় পরশুরাম উপজেলার পৌর এলাকার দুবলাচাঁদ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।



উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ৮১ জন কৃষকের ৫০ একর জমিতে চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন ও পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা।
উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা দেবঞ্জন বনিক বলেন, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্র দিনে এক ঘণ্টায় ৩০জন কৃষকের সারা দিনের কাজ শেষ করা যাবে। প্রতিদিন গড়ে ৫/৬ একর জমিতে চাষাবাদ করা যাবে এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশি হবে।
এর আগে সমলয় বোরো হাইব্রিড ধান চাষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণের সার্বিক বিষয় কৃষকদের দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন চৌধুরী।


পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন এতে আরোও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  মতিউর রহমান।
উপ সহকারী কৃষি কর্মকর্তা দেবাঞ্জন বনিকের সঞ্চালনা উপ সহকারি কৃষি কর্মকর্তা পিন্টু কুমার দাশসহ কৃষকরা বক্তব্য দেন। সমলয় চাষাবাদ কার্যক্রমে মাঠ পর্যায়ে সহযোগীতা করেন সেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ যুব-তরুন সংঘ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন বলেন, একার্যক্রমে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এক সাথে ফসল রোপন ও একসাথে ফসল কর্তন সবকিছু যন্ত্রের মাধ্যমে সম্পূর্ন করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ থেকে যাবতীয় বীজ সার ও কারিগরি সহযোগীতা  দেয়া হবে যাতে কৃষকগণ ভবিষ্যতেও কৃষিতে যন্ত্রের ব্যবহারে উৎসাহিত হয় এবং কৃষি নির্ভর বাংলাদেশ গঠন স্মার্ট কৃষিতে পদার্পন করে এবং দেশ কৃষিতে সমৃদ্ধশালী হয়।

Tags :

Share News

Copy Link

Comments *